পুরো আসর থেকেই সরিয়ে দেয়া হলো ইংলিশ আম্পায়ারকে
প্রথম নিউজ, ডেস্ক : জৈব সুরক্ষা বলয় ভাঙায় পুরো বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইংলিশ আম্পায়ার মাইকেল গফকে। গতকাল এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে আর কোনো ম্যাচেই আম্পায়ারিং করবেন না গফ। এর আগে তাকে ৬ দিনের জন্য নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘আইসিসি নিশ্চিত করেছে, জৈব সুরক্ষা বলয় ভাঙায় মাইকেল গফ বিশ্বকাপের চলতি আসরে আর কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবেন না।’ আইসিসি অবশ্য স্বীকার করেছে, করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে মানিয়ে নিয়ে কাজ করা কঠিন হচ্ছে আম্পায়ারদের জন্য। বিবৃতিতে আরও বলা হয়, ‘গত দুই বছরে জৈব সুরক্ষা বলয়ে গফ যে বাড়তি সময় কাটিয়েছেন তা আইসিসি স্বীকৃতি দিচ্ছে এবং এই পরিবেশে ম্যাচ অফিসিয়ালদের কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখবে।’ কাউকে না জানিয়ে জৈব সুরক্ষা বলয়ের আওতাভুক্ত হোটলের বাইরে যাওয়ায় গফকে ৬ দিন নিষিদ্ধ করে আইসিসি। তখন জানানো হয়, ৬ দিনে সবগুলো করোনা পরীক্ষায় নেগেটিভ থাকলে তিনি পরবর্তী ম্যাচগুলোতে কাজ করার সুযোগ পাবেন। ৪১ বছর বয়সী এই আম্পায়ারের আইসোলেশন পর্ব চলছিল ২৮ অক্টোবর থেকে। ৩১ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করার কথা ছিল তার। তিনি আইসোলেশনে থাকায় বদলি আম্পায়ার হিসেবে ওই ম্যাচে দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস।
মাইকেল গফ চলতি আসরে ৮টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। ৪টি ম্যাচে দায়িত্ব পালন করলেও বাকি ৪টি ম্যাচ পরিচালনা না করেই বিশ্বকাপ থেকে চলে যেতে হচ্ছে তাকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: