এবার রুশ নৌবহরে ইউক্রেনের হামলা
ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ক্রিমিয়ার বৃহত্তম বন্দর শহর সেবাস্তোপোলে রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র মিখাইল রাজভোজায়েভ।
রোববার এ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানান। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাশিয়াতে জাতীয় ছুটির দিন। রুশ নৌবাহিনী দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়। এ দিনই হামলার ঘটনা ঘটেছে।
টেলিগ্রামে মিখাইল রাজভোজায়েভ বলেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা রুশ নৌবহরের আনন্দের দিনটি নষ্ট করার জন্য সকালে এ ঘটনা ঘটিয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। নিরাপত্তাগত কারণে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সম্ভব হলে শহরের বাসিন্দাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews