অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই যাত্রীবাহী বিমান
ইরানের আকাশে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে বিপরীতমুখী দুটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান
প্রথম নিউজ, ডেস্ক : ইরানের আকাশে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে বিপরীতমুখী দুটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান।
তবে গত ২৪ জুলাইর ওই ঘটনায় ইরানকে দায়ী করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তাতে দুঃখ প্রকাশ করেছে তেহরান। খবর ইরনার।
তারা বলেছে, পাকিস্তানের দু’টি বিমানের একটির পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে মধ্য আকাশে একটি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ বলেছেন, একজন পাকিস্তানি পাইলট অনুমোদন ছাড়া তার বিমানটিকে হঠাৎ করে বিপজ্জনক উচ্চতায় নামিয়ে আনলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ’র একজন কর্মকর্তা এ ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ আখ্যায়তি করেন মোহাম্মাদি-বাখশ।
পিআইএ’র কর্মকর্তা ওই ঘটনার জন্য ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মানবীয় ভুলকে দায়ী করেছিলেন।
মোহাম্মাদি-বাখশ বলেন, পিআইএ’র পেশোয়ারগামী একটি বিমানের পাইলট ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাঠানো বার্তাকে ভুল বুঝে তার বিমানটিকে হঠাৎ করে কয়েকশ ফুট নীচে নামিয়ে আনেন।
তিনি তার বিমানকে যে উচ্চতায় নামিয়ে আনেন সেই উচ্চতা দিয়ে ওই মুহূর্তে পিআইএ’র দুবাইগামী আরেকটি বিমান উল্টো দিক দিয়ে আসছিল।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, আমাদের এয়ারস্পেস কন্ট্রোল সেন্টারের সঙ্গে পেশোয়ারগামী বিমানের পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড এবং এর লিখিত ট্রান্সক্রিপ্ট আমার হাতে রয়েছে।
ওই পাইলট কন্ট্রোলারের দিকনির্দেশনা বুঝতে ভুল করেন এবং ক্লিয়ারেন্স ছাড়াই তার বিমানের উচ্চতা মারাত্মকভাবে কমিয়ে আনেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews