কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে।

প্রথম নিউজ, ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ শিশু। বাসটি বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার আঞ্চলিক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর শুনেছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews