এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে চকবাজার থানা পুলিশ কলেজে যায়।

এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
এবার বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

প্রথম নিউজ, ঢাকা: এবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেলে কয়েকজন ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। কয়েকজন সাধারণ ছাত্রীকে জোর করে হোস্টেলের কক্ষ পরিবর্তন করে দেয়ার চেষ্টা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন। কিন্তু ছাত্রীরা কক্ষ পরিবর্তন করতে না চাইলে তাদের অবরুদ্ধ করে রেখে নির্যাতন করা হয়। এ সময় তাঁদের বিছানাপত্র হোস্টেল থেকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে চকবাজার থানা পুলিশ কলেজে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি আপাতত সমাধান করা হয়। তবে ওই কক্ষটি দখল করা হয়েছে বলে জানা গেছে। 

ভুক্তভোগী এক ছাত্রী অভিযোগ করেন, আমি বৈধভাবে হলে থাকি। আমাদের কক্ষের সিনিয়র এক আপুকে ছাড়া সবাইকে কক্ষ পরিবর্তন করে দেন সাইমুন আপু। কোনো কারণ ছাড়াই তিনি এটা করেন। প্রতিবাদ করলে বলেন, ‘আমার ইচ্ছা আমি পরিবর্তন করে দেব, ওই কক্ষে তোমাদের থাকা যাবে না।’ পরে তাঁর অনুসারীরা এসে সিট পরিবর্তন করে দিয়েছে। পরে আমরা যেতে না চাইলে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়। নির্যাতন করা হয়। অভিযুক্ত হাবিবা আক্তার সাইমুন বলেন, আমি কিছু জানি না। যা হইছে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে হয়েছে। সকালে আমাকে প্রশাসন থেকে ওদের কক্ষ পরিবর্তন করে দিতে বলা হয়। এখানে শুধু শুধু আমাকে জড়িত করা হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’  কলেজ অধ্যক্ষ সাবিকুন নাহার বলেন, আমি বিষয়টি জেনেছি। সাইমুনকে বলা হয়েছে, মেয়েদের সঙ্গে এখন কিছু না করতে। তারা যেখানে আছে থাকবে, আমরা বিষয়টি দেখব।  

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: