এবার ডিআইজি জামিলের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুদকে চিঠি

বুধবার দুদক চেয়ারম্যান বরাবর এডভোকেট মো. জিয়া উদ্দিন  এ আবেদন করেন।

এবার ডিআইজি জামিলের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুদকে চিঠি

প্রথম নিউজ, অনলাইন: ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে ( দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার দুদক চেয়ারম্যান বরাবর এডভোকেট মো. জিয়া উদ্দিন  এ আবেদন করেন। চিঠিতে বলা হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের  আইনজীবী ও একজন সচেতন নাগরিক।  মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ২২শে জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী’ শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়,  ডিআইজি জামিল হাসান ২০২১ সালে র‌্যাব-৮ এর বরিশাল কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় তিনি গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কিনতে তদারকি করেছেন। এই অবস্থায় ডিআইজি জামিল হাসানের বিষয়ে বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি অনুসন্ধানের সাথে সম্পৃক্ত করে তার অবৈধ সম্পত্তির বিষয়ে অনুসন্ধান করা আবশ্যক। চিঠিতে আরও বলা হয়, যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।