এনবিআরের আংশিক অটোমেশনে মানুষের হয়রানি বন্ধ হবে না
প্রথম নিউজ, ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় বাড়াতে এবং করদাতাদের হয়রানি বন্ধে অটোমেশন করলেও তা পুরোদমে করতে না পারায় করদাতা ও ব্যবসায়ীদের হয়রানি কমছে না বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তারা এনবিআরের অভ্যন্তরে এবং বাইরের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে টেকসই অটোমেশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি আইটি (এসএমএসিআইটি) লিমিটেড আয়োজিত ‘ট্রানজিশনিং ট্যাক্স কমপ্লায়েন্স টু ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক এক গোলটেবিল সভায় তারা এসব কথা বলেন।
ব্যবসায়ী নেতা ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার মেনুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দিতে হয়। আবার অফিসে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ ডিজিটাল হলেও কার্যত ম্যানুয়াল ব্যবস্থা রয়ে গেছে। এতে ব্যবসায়ীদের হয়রানি কমছে না।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু বলেন, ডিজিটাল করার উদ্দেশ্য হোক যাতে করদাতাদের কর অফিসে না যাওয়া লাগে। সেখানে গেলেই আমিও (করদাতা) শেষ আপনিও (রাজস্ব বিভাগ) শেষ। কারণ ওখানে যাওয়ার ক্ষেত্রে সবাই ভীতু।
এনবিআরের উদ্দেশ্যে তিনি বলেন, টেকনোলজি আনতে হবে, কিন্তু তা যাতে জটিল না হয়। এটি বাস্তবায়ন করতে হবে ধাপে ধাপে।
এসময় তিনি ব্যক্তি শ্রেণির করদাতাদের ওপর চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়ে বলেন, তাদের ওপর চাপ বাড়িয়ে জিডিপিতে করের অবদান (ট্যাক্স টু জিডিপি) বাড়ানো যাবে না।
আলোচনায় অংশ নিয়ে দৈনিক প্রথম আলো’র হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, আধা-আধি কিংবা যৎসামান্য ডিজিটাইজেশন দিয়ে এনবিআরের উদ্দেশ্য পূরণ হবে না। কর কর্মকর্তা ও করদাতার মুখোমুখি যাতে না হতে হয়, তা বাস্তবায়ন করতে হবে।
এসময় তিনি বলেন, ভবিষ্যতে কর আদায়ের চাপ আরও বাড়বে, কেননা ট্যাক্স টু জিডিপি হার বাড়ানোর জন্য এনবিআরের সামনে আর কোনো পথ খোলা নেই।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলমও তার বক্তব্যে হয়রানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমরা কর দিতে চাই কোনো হয়রানি ছাড়া। যারা কর দিচ্ছে, বার বার তাদের ওপর চাপ বাড়ে।
এসময় তিনি বলেন, কর ফাইল জমা দেওয়ার পর একজন কর কমিশনার তা অনুমোদন দিলেন। নতুন কমিশনার আসার পর তা দ্বৈবচয়নের ভিত্তিতে আবার ওপেন করেন। কিন্তু এটা কার ব্যর্থতা?
অটোমেশনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আয়কর, ভ্যাট দিতে চাই। কিন্তু এনবিআরের নিজস্ব অফিসের মধ্যেই বিভিন্ন বিভাগের এখনো অটোমেশন হয়নি।
এনবিআর করদাতার কাছ থেকে অগ্রিম আয়কর কেটে নেওয়ার পর তা আর ফেরত দেওয়া কিংবা সমন্বয় করছে না বলেও অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের কাছ থেকে।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম এমন অভিযোগ করার পর একই প্রসঙ্গে কথা বলেছেন, এফবিসিসিআই সভাপতিও। এফবিসিসিআই সভাপতি বলেন, যদি ফেরত না দেবেন, তাহলে নিচ্ছেন কেন?
অনুষ্ঠানে এসএমএসিআইটি লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া ডিজিটাল ব্যবস্থায় আয়কর রিটার্ন পূরণে প্রতিষ্ঠানটির উদ্ভাবিত নতুন সফটওয়্যার ‘ট্যাক্সডু’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, এ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে একজন করদাতা আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার অর্থাৎ বিকাশ, নগদ বা এ জাতীয় মাধ্যমে করের অর্থ পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে এনবিআর সদস্য ইকবাল হোসেন এসএমএসিআইটি লিমিটেডের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এবং এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা করা যায় কিনা, তা বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমএসিআইটি লিমিটেডের পরিচালক জেরিন মাহমুদ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. সোহরাব উদ্দিন, ঢাকা আয়কর আইনজীবী সমিতির সভাপতি ড. বি এন দুলাল, বিকাশ এর সিএফও মঈনউদ্দিন মোহাম্মদ, ব্র্যাক ব্যাংকের সিএফও মো. মাসুদ রানা, রবির হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম, রেনেটা লিমিটেডের সিএফও মোস্তফা আলীম আওলাদ প্রমুখ বক্তব্য রাখেন।