ঈদের দিনে বৃষ্টির আভাস
শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসেও বৃষ্টির আভাস বহাল রয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: বেশ কয়েকদিনের দাবদাহের পর রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটের পর খিলগাঁও, মতিঝিল, আগারগাঁও, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। এরমধ্যে আবহাওয়া অফিস শনিবার দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসেও বৃষ্টির আভাস বহাল রয়েছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ঈদের দিনে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
এদিকে দীর্ঘ দিন পর বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। গত ৪ এপ্রিল দেশের ৬ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়।অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল রাজধানীতে।
গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে, যা পাওয়া যায় যশোরে।
এর আগে গত সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ। এর আগের টানা সপ্তাহজুড়ে চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা সর্বোচ্চে উঠেছিল।