ইসি নিয়োগে ১০ জনের নাম চূড়ান্ত হবে মঙ্গলবার
আজ রবিবার বিকালে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে এ তালিকা করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য ১২-১৩ জনের নাম প্রস্তুত করেছে সার্চ কমিটি। এরমধ্যে ৫ জনকে নির্বাচন করবেন রাষ্ট্রপতি।
আজ রবিবার বিকালে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে এ তালিকা করা হয়। এদিন বিকাল সাড়ে ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
এতে সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির গঠিত অনুসন্ধান কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: