ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন বেলারুশ সেনারা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বিশেষ সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন বেলারুশ সেনারা
ইউক্রেন সীমান্তে রাশিয়ার হয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন বেলারুশ সেনারা

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বিশেষ সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশ। দেশটির ব্রেস্ট শহরের বাইরে তাদের প্রশিক্ষণের জায়গাটি ইইউ ও ন্যাটো সদস্য পোল্যান্ড থেকে চার কিলোমিটার ও ইউক্রেন থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

বুধবার সেখানেই প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সেনাবাহিনীর বিশেষ বাহিনী অনুশীলন করছে। যুদ্ধক্ষেত্রে সেনারা হাঁটু বাঁকানো পায়ে অবতরণ করার প্রশিক্ষণ নিচ্ছিল। খবর এএফপির।

বেলারুশ চিফ অব জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেলারুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। এ অবস্থায় বেলারুশ দক্ষিণে মহড়ার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত করেছে।

বেলারুশের স্পেশাল অপারেশন ফোর্সের ডেপুটি কমান্ডার ভাদিম লুকাশেভিচ এএফপিকে বলেন, আমরা যে কোনো কাজ সম্পন্ন করতে প্রস্তুত, যদি সবচেয়ে কঠিন কাজগুলোও করতে হয়। 

তিনি আরও বলেন, আমরা বেলারুশকে রক্ষা করব। তিনি মনে করেন না যে, রাশিয়া ও বেলারুশ আরও গভীরভাবে একীভূত হতে পারে। তবু মিনস্ককে প্রস্তুত থাকতে হবে বলে তিনি মনে করেন। বেলারুশ তার সোভিয়েত উত্তরাধিকার ও প্রতিষ্ঠানগুলো রেখেছে, সেখানে বিদেশি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২০ সালে ঐতিহাসিক সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে।  

লুকাশেভিচ বলেন, বেলারুশীয়রা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কোনো আঘাত এলে আমরা পিছিয়ে থাকব না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: