আরেক হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
প্রথম নিউজ, ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুৎজে ভয়াবহ হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডার বিলাল আল কেদরাকে হত্যা করা হয়েছে। রবিবার বাহিনীটির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় আল কেদারা নিহত হয়েছেন। তাকে হামাসের বাহিনীর নুখবা কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের অতর্কিত হামলায় কিব্বুৎজ নিরিল অঞ্চলের হত্যাযজ্ঞের জন্য দায়ী আল কেদরা।
এর আগ শনিবার (১৪ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী আরও দুই হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থা ‘সিন বেত’-এর নির্দেশনা মোতাবেক হামাসের আলী কাদিকে হত্যা করেছে বিমান বাহিনী। ৭ অক্টোবরের নৃশংস হামলায় তিনি নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি হামাসের একটি কমান্ডো কোম্পানির কমান্ডার।
নিহত অপর হামাস কমান্ডার হলেন মেরাদ আবু মেরাদ। ইসরায়েলির সেনাবাহিনীর দাবি অনুসারে তিনি হামাসের এরিয়াল ব্যবস্থার প্রধান।