রাস্তায় নামার হুঁশিয়ারি জামায়াতের

রাস্তায় নামার হুঁশিয়ারি জামায়াতের

প্রথম নিউজ, অনলাইন:  জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আযহারুল ইসলামকে কারাগার থেকে মুক্তি না দিলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে ঢুকিয়েছে। তিনি এখনো বন্দিশালায়।
আমরা বিস্মিত ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু এখনো আমাদের আযহার ভাই কারাগারে রয়েছেন। বিচারের নামে আমরা কোনো গড়িমসি দেখতে চাই না। আমাদের স্পষ্ট কথা, আযহার ভাইয়ের ওপর ইনসাফ করেন, দ্রুত আযহার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিন, যদি বুকে ফিরিয়ে না দিন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।’
 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ টি এম আযহারকে মুক্তি না দিলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাবানল জ্বলে উঠবে।
অতএব আর জুলুম না করে ভালোয় ভালোয় তাকে ছেড়ে দিন।’