৩০ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন আরাফাত হাসান কাউছার, মো. মোবারক হাওলাদার ও রেহেনা বেগম।

৩০ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কাফরুল এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।  গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন আরাফাত হাসান কাউছার, মো. মোবারক হাওলাদার ও রেহেনা বেগম। অভিযানে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩ সূর্যের হাসি ক্লিনিকের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, কতিপয় মাদক কারবারি কাফরুলের মিরপুর-১৩ এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাফরুল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গ্রেপ্তার আরাফাতের বিরুদ্ধে আগেও রাজধানীর কদমতলী ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এবং রেহেনার বিরুদ্ধে লালবাগ থানায় মামলা আছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।