যারা জিয়াবাদ আবিষ্কার করতে চান তাদের উদ্দেশ্য ভালো না: খসরু
প্রথম নিউজ, অনলাইন: যারা জিয়াবাদ আবিষ্কার করতে চান তাদের উদ্দেশ্য ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে” ‘মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে অনেকে সংস্কারের সবক দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ এর মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন। যে দু’বারের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এগুলো ৬ বছর আগে বেগম খালেদা জিয়া বলেছেন। হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে এটাকে মাথায় রেখে খালেদা জিয়া কথাগুলো বলেছেন। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। আজকে তারা সেই কথাগুলো আমাদেরকে বলছেন। আমাদেরকে তারা আবার আমাদেরই কথাগুলো বলছেন। আবার সংস্কারের সবক দিচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।
খসরু বলেন, বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে এখান থেকে যদি বের হতে হয় তাহলে একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জাতিকে এই গর্ত থেকে বের করতে হবে। আর অনির্বাচিত সরকার যত বেশি দেশ পরিচালনা করবে ততবেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। সেজন্য নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না।
আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সঞ্চালনায় সভায় চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ বক্তব্য রাখেন।