আবুধাবিতে হত্যার শিকার ফটিকছড়ির যুবক
প্রথম নিউজ, অনলাইন: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নগরীর মোছাফ্ফা এলাকায় চট্টগ্রামের ফটিকছড়ির নাজমুল হোসেন ফারুক (২৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ এ ঘটনা ঘটে। হত্যার শিকার যুবক ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির জনৈক নুরুল আলমের ছেলে।
হত্যার শিকার যুবকের পরিবার ও তার চাচা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তারা বলেন, আমিরাতের আবুধাবি নগরীর মোছাফ্ফা এলাকায় নিহত ফারুক ও তার ফুফাত ভাই মো. হোসেনের যৌত মালিকানার মুদির দোকান ছিল। নিহতের ফুফাত ভাই হোসেন গত ২০ দিন আগে ফারুককে দোকানে রেখে দেশে আসে। ঘটনার দিন দোকানের পেছনের গলিতে ফারুকের রক্তাক্ত মরদেহ স্থানীয় পুলিশ উদ্ধার করে। তার গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছরিটি মরদেহের পাশে পড়ে ছিল।
কি কারণে এ নির্মম হত্যাকাণ্ড তা জানা যায়নি। স্থানীয় পুলিশ তার মরদেহ ও মরদেহের পাশ থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের চাচা শাহ আলম আরো জানায়, গত ১ বছর আগে ফারুক দেশে এসে বিয়ে করে। বাড়িতে তার ৩ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
ফারুকের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে আহাজারী।