আগে যাওয়া নিয়ে রেষারেষি, এক বাসের ধাক্কায় আরেকটি উল্টে আহত ১২

আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিমানবন্দর সড়কের শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগে যাওয়া নিয়ে রেষারেষি, এক বাসের ধাক্কায় আরেকটি উল্টে আহত ১২

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতিতে চলা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে উল্টে কমপক্ষে ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বিমানবন্দর সড়কের শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাস শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এরমধ্যে বেপরোয়া গতির কারণে ও অপর বাসের ধাক্কায় আরেকটি বাস রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতদের আঘাত তেমন গুরুতর নয়। এছাড়া কেউ গুরুতর আঘাত পেয়েছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত তথ্য নেই। বাসটি সড়কে পড়ে আছে। আমরা সেটি সরিয়ে দিতে জন্য কাজ করছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom