আওয়ামী সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে: খসরু
ঢাকা মহানগর উত্তর বিএনপির বড্ডা থানার ৬ টি ওয়ার্ড কমিটির সন্মেলনে
প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী সরকার জনগনের উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে বাংলাদেশের যে প্রক্ষাপট। এ দেশটা আজ যেখানে এসে দাড়িয়েছে একটা ফ্যাসিস্ট সরকার, জুলুমবাজ দখলবাজ, অনির্বাচিত, অৈেবধ, নির্যাতনকারী একটা সরকারের অধীনে আমরা আছি। আওয়ামী সরকার আমাদের সকল জনগণের জীবন একটা জগদ্দল পাথরের মত চেপে বসেছে। সুতরাং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তা বাংলাদেশের ইতিহাসে আর কখনও ঘটে নাই।
আজ সোমবার দুপুরে বাড্ডা মেইন রোড মধু মিলন পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার ২১,৩৭,৩৮,৪১,৪২ ও সাংগঠনিক ৯৭ নম্বর ওয়ার্ড সন্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার পর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, তাকেও অতিক্রম করে গেছে আজকের এ প্রেক্ষাপট। আজকের প্রক্ষাপট হচ্ছে আওয়ামী সরকার জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে অব্যাহত ভাবে ক্ষমতায় থাকার জন্যে কয়েকটি গোস্টির মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রজেক্টের মাধ্যমে, একটা প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু কাজ করছে। তারা একটা প্রকল্প সৃষ্টি করেছে। এই প্রকল্পে সরকারের কিছু কর্মকর্তা আছে, কিছু ব্যবসায়ী আছে, কিছু রাজনৈতিক নেতা আছে এবং এরা সকলে মিলে একটা গোষ্ঠী সৃষ্টি করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মধ্যে কোন রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে না। এ সরকারের মধ্যে কোন রাজনীতি নেই। কিন্তু আওয়ামী সরকারের সমস্ত সিদ্ধান্ত লুটপাটের পক্ষে। কর্তৃত্ববাদীরা যা করে, ফ্যাসিবাদীরা বাংলাদেশে তা করে আসছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের সকল তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ অবৈধ আওয়ামী সরকার থেকে পরিএান পেতে হলে, আমাদের সকলকে ১০০ শতাংশ কমিটমেন্ট থাকতে হবে। ৯৯ শতাংশ হলেও এই আওয়ামী সরকার কে হটানো সম্ভব হবে না। এই জগদ্দল আওয়ামী পাষান সরকার থেকে মুক্তি পাবেন না। আগামী ৬ মাস আমাদেরকে ২৪ ঘন্টা পলিটিক্স করতে হবে। ২৪ ঘন্টাই সকলকে দলের সিদ্ধান্ত পরিপূর্ণ ভাবে পালন করে দিন রাত রাজনীতির সাথে যুক্ত থেকে দলের নির্দেশ মোতাবেক আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে। তবেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে দেশের মানুষ মুক্ত হতে পারবে।
বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে খাবার নেই। হাহাকার চলছে মানুষের মধ্যে। অথচ সরকার দেশের মানুষের দিকে নজর দিচ্ছে না। সরকারের কাছ থেকে কোন আশানুরূপ এান যাচ্ছে না। একদিকে ভানবাসীদের চোখের পানি ঝরছে। আর অন্যদিকে আওয়ামী সরকার পদ্মা সেতু উদ্বোধনের জন্য গোপালগঞ্জে মেহমানদের জন্য বাথরু টয়লেট নির্মান করেন ১০ কোটি টাকা দিয়ে। অথব এ আওয়ামী সরকার বন্যাত্যদের জন লোন এান বরাদ্দ করছেন না।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশের ১৮ কোটি জনগণকে মুক্ত করতে হলে, ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোন বিকল্প নেই। এ জন্য আমিনুল হক সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথের গণআন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
সম্মেলনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, আব্দুল আলীম নকী, আতাউর রহমান চেয়ারম্যান সহ বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।