Ad0111

ইসি গঠনের পরিকল্পনা- নতুন বোতলে পুরাতন জিনিস: মির্জা ফখরুল

আবার সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে

ইসি গঠনের পরিকল্পনা- নতুন বোতলে পুরাতন জিনিস: মির্জা ফখরুল
টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভা

প্রথম নিউজ, টাঙ্গাইল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নির্বাচন খেলা করে কোনো লাভ হবে না, সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে, তবে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। বর্তমান সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা নতুনে নির্বাচন কমিশন করার পরিকল্পনা করছে। যাদের নিয়ে পরিকল্পনা করছে তাতে বলা যায় যে, নতুন বোতলে পুরাতন জিনিস। এ সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার স্থানীয় নির্বাচনেও কেন্দ্র দখল করে বিজয়ী হচ্ছে। তাদের নেতৃত্বে অবাধ সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

আজ বুধবার টাঙ্গাইল জেলা সদর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

সভায় মির্জা ফখরুল বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের সবচেয়ে প্রিয় মানুষ। তিনি যদি বেড়িয়ে আসেন, তিনি যদি এই দানবীয় সরকারের পতনের ডাক দেন তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো লাখ লাখ মানুষ রাজপথে বেড়িয়ে এসে এই সরকারের পতন ঘটাবে। এই ভয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে।'

তিনি বলেন, 'এই সরকার বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে, যেটা কোনো মামলাই নয়, সেই মামলায় বেআইনিভাবে সাজা দিয়ে তাকে ৩ বছর ধরে আটক করে রেখেছে। তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলেছেন বেগম খালেদা জিয়াকে এখনই বিদেশে পাঠানো দরকার, যদি তার জীবন রক্ষা করতে হয়। কিন্তু তারা শুনছেন না।

মির্জা ফখরুল বলেন, 'আমরা সারাদেশে গণঅনশন করেছি, সমাবেশ করেছি। একটাই দাবি জানিয়ে আসছি যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার সুযোগ দিন। কিন্তু তারা তা দিচ্ছে না। আমরা বারবার তাদের বলেছি আপনারা মানবিক কারণে বাধা দেবেন না। তাও তারা শুনছে না। কিন্তু আইন দেখায় আইনমন্ত্রী। কালকেও বলেছে আইনের বাইরে আমরা যেতে পারবো না। অথচ নিজেরাই বেআইনি হয়ে বসে আছে। আগের রাতে নির্বাচন করে, বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। গত ১৪ বছর ধরে বেআইনি সব কাজ করে এই দেশকে একটা আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।'

'পত্র পত্রিকায় ফলাও করে আবার সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে' উল্লেখ করে তিনি বলেন, 'রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করবে। কীসের সংলাপ শুরু করেছেন, নির্বাচন কমিশন গঠন করবে। এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশন গঠন করে কী হবে? যে সরকার আছে সেই সরকারই তো নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন গঠন করে কোন লাভ হবে না।'

'আমরা পরিস্কার করে বলে দিতে চাই এই নির্বাচন নির্বাচন খেলা করে কোনো লাভ হবে না, সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে, তবে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। কাজেই এই সংলাপ করে কোনো লাভ নেই। আর তাই সরকারকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন কমিশন গঠিত হবে,' বলেন বিএনপি মহাসচিব।

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পতন ঘটাতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশু বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতালন সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুল হক ছাদু।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news