আওরঙ্গজেবের সমাধিকে বাবরি মসজিদের মতো ধ্বংসের হুঁশিয়ারি হিন্দু সংগঠনের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভিকি কৌশল অভিনীত ছায়া চলচ্চিত্রের সূত্রে আওরঙ্গজেব নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্রের খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেবার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ দলের মতো উগ্রবাদী হিন্দু সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, অবিলম্বে আওরঙ্গজেবের সমাধিকে সরিয়ে নেওয়া না হলে বাবরি মসজিদের মতো করসেবকরা সেটি ধ্বংস করে দেবে।
তারা মহারাষ্ট্র সরকারকে শীঘ্রই সমাধিটি অপসারণের আহ্বান জানান এবং সতর্ক করে দেন যে, যদি কোনও ব্যবস্থা না নেয়া হয়, তাহলে বিক্ষোভ শুরু হবে এবং প্রয়োজনে তারা রাস্তা অবরোধ করে করসেবার মাধ্যমে সমাধিটি ভেঙে ফেলবেন। বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক প্রধান কিশোর চহ্বান, বজরঙ দলের আঞ্চলিক সমন্বয়কারী নীতিন মহাজন এবং সন্দেশ ভেগড়ে বলেন যে, ‘আওরঙ্গজেবের সমাধি দাসত্ব, পরাধীনতা এবং নৃশংসতার স্মারক ছাড়া আর কিছুই নয়’।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সদস্য রাজ্যের মন্ত্রী সঞ্জয় শিরসাত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ দলের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, ‘তার দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমাধিটি অপসারণ করা উচিত। তিনি প্রশ্ন তোলেন যে, কেন একজন শাসকের সমাধি সংরক্ষণ করা উচিত যিনি জনগণের উপর অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন’।