আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের
![আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a58302eb94a.jpg)
প্রথম নিউজ, অনলাইন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করেন।
নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে।
মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।
এ আদেশের আওতায় মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি এবং তাদের পরিবারের ওপর আর্থিক এবং ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুইদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করেন।
গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে আইসিসির অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। গত সপ্তাহে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটরা আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের রিপাবলিকান-সমর্থিত প্রস্তাব আটকে দিয়েছিলেন।
এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
তখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন।
সূত্র: বিবিসি, এএফপি