আইস কারবারিদের টার্গেট মাদকাসক্ত ধনীর দুলালরা
দক্ষিণখানের একটি বাসা থেকে তিনশ’ গ্রাম আইসসহ দু’জনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রথম নিউজ, ঢাকা: মাদকাসক্ত ধনীদের স্বাদে নতুন মাত্রা যোগ করতে মিয়ানমার থেকে বিপুল পরিমাণে ‘আইস’ আনছে মাদক কক্সবাজারের কারবারিরা। এরপর মূলত রাজধানীকে কেন্দ্র করে বাজারজাত করা হচ্ছে ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী এ মাদক।
এ মাদকে হুহু করে বাড়ছে চাহিদাও। পৌঁনে এক কোটি টাকার আইসসহ কক্সবাজারের শীর্ষ মাদক কারবারি এবং ঢাকার ডিলারসহ তিনজনকে গ্রেফতারে পর এসব তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সম্প্রতি রাজধানীতে একাধিক জায়গায় একযোগে অভিযানে নেমে দক্ষিণখানের একটি বাসা থেকে তিনশ’ গ্রাম আইসসহ দু’জনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দেয়া তথ্যে দুইশ’ গ্রাম আইসসহ উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় আরেকজনকে।
জানা যায়, আসামিদের মধ্যে নুরুল ইসলাম কক্সবাজারের শীর্ষ আইস কারবারি। এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চালান আনেন কক্সবাজারে। তারপর কক্সবাজার অথবা চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসে চড়ে চালানসহ ঢাকায় আসেন নুরুল। ওঠেন ফকিরাপুল এলাকার হোটেলে।
তথ্য মতে, তারপর আইসের চালান বুঝে নেন ঢাকার ডিলার জহিরুল ইসলাম সুমন। জনশক্তি রপ্তানির আড়ালে দুই বছর ধরে মাদকের কারবার করছেন তিনি। সহযোগী হিসেবে বেছে নিয়েছেন বন্ধু মেজবাহ উদ্দিন ইমনকে। এই তিনজন মিলে গড়ে তুলেছেন শক্তিশালী চক্র।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ঢাকা মেট্রো (উত্তর) মো. মেহেদী হাসান জানিয়েছেন, ‘নুরুল ইসলাম টেকনাফ থেকে চালান নিয়ে এসে ঢাকার ফকিরাপল এলাকায় অবস্থান করে। সুমন এবং ইমনের মাধ্যমে তারা বিভিন্ন মার্কেটে তাদের যে কাস্টোমার আছে তাদেরকে সাপ্লাই দেয়।’
মেহেদী হাসান আরো বলেন, দুই হাজার সাতে দেশে প্রথমবারের মতো ধরা পড়ে আইসের চালান। এরপর দীর্ঘদিন বন্ধ থাকলেও দুই হাজার ঊনিশ থেকে ফের ঢুকছে ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী এই মাদক।
মো. মেহেদী হাসান বলেন, ‘এটা কনজিউমার লেভেলে এটা পার গ্রাম ১৫ থেকে ২০ হাজার টাকায় সেল হচ্ছে। যাদেরকে আমরা এ্যারেস্ট করছি তারা ধনাঢ়্য পরিবারের সন্তান।’
সংশ্লিষ্টদের শঙ্কা- সীমান্তে নজরদারির দুর্বলতা দূর না করলে ইয়াবার মতো আইসও সারাদেশে ছড়িয়ে পড়া কেবল সময়ের ব্যাপার।
এদিকে আসামিদের জিজ্ঞাসবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানান, রাজধানীর উচ্চবিত্ত শ্রেণিকে টার্গেট করে চলছে আইসের ব্যবসা। ইয়াবা আসক্তরাই স্বাদে পরিবর্তন আনতে গ্রহণ করছে এ মাদক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews