অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবÑওয়ারেছ আলী মামুন
প্রথম নিউজ,জামালপুর: বিএনপির ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাকে জামালপুরে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার ২৩ ডিসেম্বর বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের তমালতলা থেকে নিরালা মাকের্ট এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় জেলা যুবদলের আহবায়ক সজিব খান, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেয়।
লিফলেট বিতরণের সময় শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকার আবার পরিকল্পিতভাবে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। আজ সারাদেশের মানুষ জেগে উঠেছে এবং রাজপথে নেমে এসেছে। এখনো সময় রয়েছে প্রহসনের তফসিল বাতিল করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন, অন্যথায় অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।