কুষ্টিয়ায় নৌকার কর্মীদের ওপর হামলা, আহত ৫
প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নৌকার সমর্থকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও সাবেক সংসদ সদস্য আবদুর রউফের কর্মীরা তাঁদের মিছিলে হামলা করেছেন।
আহতরা হলেন, নৌকার প্রার্থীর সমর্থক বাশার, আরাফাত, শাহজাহান। আর স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকেরা হলেন বিল্লাল হোসেন ও বাপ্পী। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নে বহলবাড়িয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ খবর ইউনিয়নে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা জয়বাংলা মোড় এলাকায় জড়ো হন। সেখানে নৌকার প্রার্থীর কয়েকজন সমর্থক মিছিল বের করলে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এতে কয়েকজন আহত হন। পরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পরপরই সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য যান। অভিযান চালিয়ে অন্তত ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র ও নৌকার কর্মী রফিকুল ইসলাম বলেন, ন্যক্কারজনক হামলা হয়েছে। একজন গুরুতর জখম হয়েছেন। নির্বাচনী ক্যাম্প নিজেরা ভেঙে দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ (ক্রাইম ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জেনেছি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, কুমারখালীর যদুবয়রা ইউনিয়নসহ আশেপাশে এলাকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র্যাব, পুলিশ টহল রাখা হচ্ছে। প্রয়োজনে রোববার (২৪ ডিসেম্বর) থেকে সেখানে বিজিবিও টহল রাখা হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।