হবিগঞ্জেও চলছে পরিবহন ধর্মঘট
আজ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
প্রথম নিউজ,হবিগঞ্জ: মেয়াদোত্তীর্ণ টোল আদায় বন্ধ, সিলেটের শ্রম উপ-পরিচালকের প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। আজ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের ফলে জেলার অভ্যন্তরে ও দেশের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মো. সজিব আলী জানান, ধর্মঘটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজি অটোরিকশা চলাচল করছে। কারণ তারা আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত নয়।
তিনি বলেন, সিলেটে অটোরিকশা শ্রমিক জোটের কমিটি বাতিল, সিলেটে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, শ্রম উপ-পরিচালককে প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ সেতুর টোল আদায় বন্ধের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: