অশ্লীলতা দেখে ফেলায় নবম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে হত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের রায়হান খান (১৪) নামের স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অশ্লীলতা দেখে ফেলায় নবম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে হত্যা
অশ্লীলতা দেখে ফেলায় নবম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে হত্যা

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের রায়হান খান (১৪) নামের স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি মারুফ রহমান। নিহত রায়হান শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার শংকুচাইল গ্রামের হাফিজ মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে রায়হান খান সহপাঠীদের সঙ্গে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় দু’টি মোটরসাইকেলে করে অজ্ঞাত বখাটেরা দুই কিশোরীকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে। সড়কের পাশে বখাটে ছেলেরা কিশোরীদের সঙ্গে অশ্লীলতা করার সময় রায়হান ও সহপাঠীরা দেখে ফেলে হাসাহাসি করে।

তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছেলের বাড়ি একই উপজেলার জগতপুর গ্রামের। স্থানীয় নিহতের আত্মীয় সমাজসেবক তোফাজ্জল হোসেন লিটন খান জানান, রায়হান তার সহপাঠী বন্ধু অন্তর, বাবর, সুজন ও ইশরাত খানসহ আরও কয়েকজন বন্ধুদের সঙ্গে পূর্ণমতি এলাকার সড়কের পাশে সেচ পাম্পে গোসল করতে গেলে বখাটে কয়েকজন ছেলে ময়েদের সঙ্গে নোংরামি করছিল। এসব দেখে সহপাঠীরা হাসাহাসি করে এবং প্রতিবাদ করায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানের হাত-পা ভেঙে মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে। আহত অবস্থায় পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়।

তখন সহপাঠীরাও আহত হয়। পরে আহত রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ঢাকা যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে রায়হান মারা যায়। স্থানীয়রা জানান, ঘটনার কারণ জানায় জন্য একজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ শংকুচাইল বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের মা রোজিনা আক্তার ও স্বজনদের কান্না কোনোভাবে থামছে না। 

পুরো এলাকায় শোকের মাতম চলছে। তারা রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে  বুড়িচং থানার ওসি মারুফ রহমান হত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: