অবরোধ সমর্থনে খিলক্ষেতে ছাত্রদল নেতাদের বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, ঢাকা : অবরোধ সমর্থনে রাজধানীর খিলক্ষেতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া, মো. মনির হোসেন, রহিম শেখ, হুমায়ন কবির নয়ন, আবজাল রহমান, ইফতেখার আহমেদ ফয়সাল, সোহেল রহমান, ইরফান আহমেদ ফাহিম, মামুনুর রহমান, সেলিম রেজা, ইমাম হোসেন নির্জন, সাইফুল ইসলাম অভি, জাকির হোসেন, হোসাইন সামির, ডিএম মাইদুলসহ আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন।