Phone 13-তে ১৪,০০০ টাকার ডিসকাউন্টসহ বিশেষ অফার দিচ্ছে Flipkart

Phone 13-তে ১৪,০০০ টাকার ডিসকাউন্টসহ বিশেষ অফার দিচ্ছে Flipkart
Phone 13-তে ১৪,০০০ টাকার ডিসকাউন্টসহ বিশেষ অফার দিচ্ছে Flipkart

প্রথম নিউজ, ডেস্ক : এ পর্যন্ত যা খবর পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায়, ক্যালেন্ডারের পাতায় সেপ্টেম্বরের আগমন ঘটতেই Apple (অ্যাপল) তাদের পরবর্তী প্রজন্মের আইফোন (iPhone 14) সিরিজের লঞ্চের আয়োজনে ব্যস্ত হয়ে পড়বে। আর নতুনের আগমনে যথারীতি ভাবেই একটু হলেও যে দর কমবে পূর্বসূরি মডেলগুলির, তারও ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি, জনপ্রিয় অনলাইন শপিং পোর্টাল Flipkart (ফ্লিপকার্ট) এখনই গত বছরে বাজারে আসা iPhone 13 (আইফোন ১৩) মডেল বাম্পার ডিসকাউন্ট ও নানাবিধ আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার ঘোষণা করেছে। ফলত যারা দীর্ঘদিন ধরে আইফোন কেনার স্বপ্ন দেখছেন, তারা এই সমস্ত অফারের দরুন সোনায় সোহাগা মওকা পেতে পারেন। চলুন, Flipkart-এ উপলব্ধ iPhone 13-র অফার সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক…

iPhone 13 মডেলে এই সমস্ত অফার দিচ্ছে Flipkart

আইফোন ১৩ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেকে গত বছর ৭৯,৯০০ টাকায় অফিসিয়াল করা হয়েছিল। তবে বর্তমানে, ফ্লিপকার্টে আলোচ্য ভ্যারিয়েন্টকে ১৪,০০০ টাকার ডিসকাউন্টে মাত্র ৬৫,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা উক্ত আইফোন কেনার ক্ষেত্রে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার যেসকল ক্রেতারা তাদের পুরানো ফোনকে আপগ্রেড করে এই অ্যাপল ডিভাইসটি কিনতে চান, তাদের ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। যদিও, ফ্লিপকার্ট বাছাই করা কয়েকটি মডেলের সাথে ২,০০০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে৷ এক্ষেত্রে, আইফোন ১১, আইফোন ১২ মডেলসহ আরো বেশ কয়েকটি স্মার্টফোনের সাথে এই ডিসকাউন্ট প্রযোজ্য হবে। তবে আপনার পুরানো আইফোনের দাম, অবস্থার এবং মেকিং ইয়ারের উপর নির্ভর করবে এই অতিরিক্ত ছাড়ের অফার।

iPhone 13 স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, অ্যাপল আইফোন ১৩ ফোনে ৬.১ ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর (XDR) ওএলইডি (OLED) ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। অন্যদিকে ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, আর পাওয়ার ব্যাকআপের জন্য আইফোনটিতে থাকবে ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাযুক্ত ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর বর্তমান। এই রিয়ার সেন্সর-দ্বয় ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম। আবার উক্ত মডেলটির সামনে স্মার্ট এইচডিআর (HDR) টেকনোলজির সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটিসহ এসেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom