৮.৬ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

৮.৬ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

প্রথম নিউজ, নওগাঁ: দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু নওগাঁ। রবিবার সকাল ৬টায় জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি শীত মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে তীব্র ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন। এ ছাড়া শীতজনিত রোগী নিয়ে হাসপাতালে বাড়ছে রোগে আক্রান্তের সংখ্যা। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল।
একই সঙ্গে সূর্যের দেখাও মিলেছে। তবে কুয়াশা না থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁয়।