হরতাল-অবরোধে প্রায় ফাঁকা চট্টগ্রাম, ছাড়েনি দূরপালার বাসও

হরতাল-অবরোধে প্রায় ফাঁকা চট্টগ্রাম, ছাড়েনি দূরপালার বাসও

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কমচট্টগ্রামের সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম

বন্দর নগরী চট্টগ্রামে অবরোধের পাশাপাশি পালিত হচ্ছে হরতাল কর্মসূচিও। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ হরতাল কর্মসূচির ডাক দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি এ হরতাল ডেকেছে।

অবরোধ-হরতালের কারণে রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর সড়কে ব্যাপকহারে কমেছে গণপরিবহনের সংখ্যা। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাসগুলো। সড়কে কমেছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও।

এদিকে, হরতাল-অবরোধের সমর্থনে সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে চান্দগাঁও এলাকায় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেছে যুবদল।

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে যুবদল এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়াও নগরীর ষোলশহর, পাহাড়তলী, কদমতলী মোড়, বাকলিয়াসহ নগরীর বিভিন্ন স্থানে হরতাল-অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনও ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছেন।