সিলেটে দেবরের হাতে ভাবি খুন, আটক ২
প্রথম নিউজ, সিলেট: সিলেটের জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনারা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ওই গ্রামের ওমার আলীর ছেলে আবদুল করিম (৪০) ও তার স্ত্রী শিরিন বেগম। করিম সোনারা বেগমের দেবর হন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই সোনারা বেগম মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটেছে। জড়িত দুজনকে পুলিশ আটক করেছে। আলামত হিসেবে একটি ছোরা জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।