হাসপাতালে রোগীর স্বামীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা কারাগারে
দেবাশীষ নয়ন হাসপাতালে এসে ফাহিম আহমেদের বুকে ছুরিকাঘাত করে। পরে ইলা ও দেবাশীষ পালিয়ে যান।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুর সদর হাসপাতালে ঢুকে রোগীর স্বজনকে কোপানোর মামলার ছাত্রলীগ নেতা দেবাশীষ নয়নকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৪ এপ্রিল) জেলার এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমান দেবাশীষকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ২১ দিনের আগাম জামিন শেষ হওয়ার পর সোমবার দুই আসামি এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ছাত্রলীগ নেতার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত নার্স ইলার জামিনের আবেদন মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, দেবাশীষকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে। দেবাশীষ নয়ন (৩২) ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লায় বসবাস করেন। তার বাড়ি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে। তিনি ফরিদপুর সিটি কলেজ থেকে এইচএসসি (প্রাইভেট) পাস করেন। তিনি জেলা ছাত্রলীগের পুরাতন কমিটির সহ-সভাপতি ছিলেন।
ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনের আনুসারী ছিলেন তিনি। তার বিরুদ্ধে সালথা ও ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুর শহরের হরিসভা এলাকার বাসিন্দা ফাহিম আহমেদের স্ত্রী হীরা বেগম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ফেব্রুয়ারির ২৩ তারিখ বুধবার রাতে কর্তব্যরত নার্স ইলার শিকদারের সঙ্গে ফাহিম আহমেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নার্স দেবাশীষ নয়নকে খবর দিয়ে ডেকে আনেন। দেবাশীষ নয়ন হাসপাতালে এসে ফাহিম আহমেদের বুকে ছুরিকাঘাত করে। পরে ইলা ও দেবাশীষ পালিয়ে যান।
এরপর মারাত্মক আহত অবস্থায় ফাহিম আহমেদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফাহিম আহমেদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নার্স ও দেবাশীষ নয়নকে আসামি করে মামলা করেন। মামলায় তারা দুজন উচ্চ আদালত থেকে ২১ দিনের আগাম জামিন নেন। গত ২৩ ফেব্রুয়ারি এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘নার্সের ‘নির্দেশে’ রোগীর স্বামীকে কোপালেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews