সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত
মৃতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৫৮)।
প্রথম নিউজ, সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার (৬ জুন) ভোরে উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৫৮)।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান। আর আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর গাজী বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরির মাটি সাতজনি এলাকায় টিলা ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে বসবাসরত একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদের সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ওই টিলাটির প্রায় অর্ধেক অংশ অবৈধভাবে কেটে ফেলায় ও টানা তিনদিনের বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
জৈন্তাপুরের স্থানীয় সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির জানান, উপজেলার চারিকাটা ও হরিপুর ইউনিয়নের বেশ কিছু পাহাড় ও টিলা অবৈধভাবে কেটে মাটি সরিয়ে ফেলায় আরও পাহাড় ও টিলাধসের আশঙ্কা রয়েছে। টানা তিন দিন ধরে চলা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews