চারটি রুশ ক্ষেপণাস্ত্র রুখে দিল ইউক্রেন

রোববার একটি নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অপারেশনাল কমান্ড

চারটি রুশ ক্ষেপণাস্ত্র রুখে দিল ইউক্রেন
চারটি রুশ ক্ষেপণাস্ত্র রুখে দিল ইউক্রেন

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ শহরকে লক্ষ্য করে ‍রুশ বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।  ইউক্রেনের মাইকোলাইভকে লক্ষ্য করে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চারটি রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। রোববার একটি নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অপারেশনাল কমান্ড। এক বিবৃতিতে অপারেশনাল কমান্ড জানায়, রাতে সুমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করে। ওই ক্ষেপণাস্ত্রগুলো মাইকোলাইভকে লক্ষ করে ছোড়া হয়েছিল।

এদিকে, রাশিয়ান টিইউ-৯৫ বোমারু বিমান স্থানীয় সময় রোববার ভোরে ক্যাস্পিয়ান সাগর থেকে কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের রাজধানীর পূর্বাঞ্চলীয় দুটি জেলা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছে।  ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ খবর নিশ্চিত করেছে বলে  বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে। কিয়েভের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের সহযোগী সের্হি লেশচেঙ্কো জানিয়েছেন। কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ওই হামলায় আহত অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। 

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভিটালি ক্লিটসকো লিখেছেন, রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেবা প্রদানকারী দলগুলো এরই মধ্যে বিস্ফোরণের স্থানগুলোতে কাজ শুরু করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। একজন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর শহরে ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণের আগে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বেজেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom