সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য পরিনত করছে: ভিপি ইব্রাহীম
প্রথম নিউজ, গাজীপুর: ফ্যাসীবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য, অসভ্য এবং বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আলহাজ খলিলুর রহমান ভিপি ইব্রাহীম।
আজ রবিবার মানবাধিকার দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্দোগে ডিসি অফিস প্রাংগনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বক্তব্য রাখেন
ভিপি ইব্রাহীম বলেন, আওয়ামী সরকারের কাছে মানবতা বন্দি। জনগণের ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ সরকারের দুঃশাসনের কাছে জিম্মি হয়ে আছে। জনগণের ভোটাধিকার নেই। দ্রব্যমূল্যের উদ্যগতিতে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যে সাজানো মামলা সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার।
তিনি বলেন, ক্ষমতা পাকাপোক্ত করার যে দিবা স্বপ্ন দেখছে সরকার,তা যে কোন মূল্য প্রতিহত করবে জনগণ।