ফ্যাসীবাদীরা দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে: মাহফুজুর রহমান
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে জামায়াতের মানববন্ধন
প্রথম নিউজ, ঢাকা: ফ্যাসীবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য, অসভ্য এবং বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
তিনি আজ রাজধানীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে এসব কথা বলেন।
মিরপুর চিড়িয়াখানা রোডে পালিত অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য নকিব ফেরদৌস, লিয়াকত হোসাইন, শাহআলি থানা সেক্রেটারি গোলাম হাফিজ, শাহআলি থানা শিবির সভাপতি আসাদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান বলেন, সংবিধান অনুযায়ি আমাদের দেশ গণপ্রজাতন্ত্র হলেও ফ্যাসীবাদীরা দেশকে আওয়ামীতন্ত্রে পরিণত করেছে। রাজপথে কর্মসূচি পালন, বিক্ষোভ প্রদর্শন ও সমবেত হওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার হলেও সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মম ও নিষ্ঠুরভাবে নির্মূল করার জন্য হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও গুপ্তহত্যার মত মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। আর সরকারের তত্ত¡াবধানে আয়নাঘর মানবসভ্যতার ইতিহাসে এক মহাকলঙ্ক। তারা চলমান সরকার বিরোধী চলমান আন্দোলন নস্যাৎ করার জন্য পোড়ামাটিনীতি গ্রহণ করেছে। সরকারের পেটুয়া বাহিনী এ পর্যন্ত ২২ হাজার নেতাকর্মীকে গ্রেফতার, ফরমায়েসী রায়ের মাধ্যমে সাজা দিয়ে দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যা মানবাধিকার ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন। তাই দেশ ও জাতিকে এই শ^াসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে মাফিয়া সরকারের পতনের কোন বিকল্প নেই। তিনি সরকার পতনের লক্ষ্যে সকলকে দলমত নির্বিশেষ রাজপথে নেমে আসার আহবান জানান।
তিনি বলেন, সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিস্বত্ত¡া, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকীর মুখে ঠেলে দিয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতে নিবন্ধন বাতিল করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অপরাপর নির্বাচন কমিশনাররা সরকারি এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন দলবাজীর কারণে বর্তমান কমিশন ইতোমধ্যেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। একতরফা একদলীয় নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে সে কথা আবারো দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি এবং দলের নিবন্ধন ফিরে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র হত্যার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।
রাজধানীর গুলশানে জামায়াতের মানববন্ধন: ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে গুলশান বাড্ডা লিংক রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা* এর নেতৃত্বে মানববন্ধন কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য এড আর করিম, এ কে আজাদ, জিল্লুর রহমান ও আব্দুস সবুর ফরহাদ এবং বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিগন।
ফার্মগেট-কারওয়ানবাজার সড়কে জামায়াতের মানব্বন্ধন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধন কারওয়ান বাজার জাতীয় মানবাধিকার কাউন্সিল অফিস সংলগ্ন ফার্মগেট কারওয়ান বাজার সডকে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, এম কে আমীন, আলাউদ্দিন, এম সাঈদ মন্ডল প্রমুখ।
খিলক্ষেতে জামায়াতের মানববন্ধন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের উত্তরা অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খিলক্ষেত বিমানবন্দর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা, মাজহারুল ইসলাম, মাহবুবুল আলম , মাওলানা এম এ হক মোল্লা , এসকে রতন, আব্দুল্লাহ সলিম, মুহাম্মদ মিকাইল, ছাত্রনেতা জুলকারনাইম প্রমুখ।
রাজধানীর মোহাম্মদপুর বসিলায় মানববন্ধন: আজ মোহাম্মদপুরের বসিলায় নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ও থানা আমীর ডা. মো: শফিউর রহমান। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য রুহুল আমিন, আশরাফুল আলম, শাহাবুদ্দিন মিজান, হাফিজ উদ্দিন সিকদার, মারুফ বিল্লাহ প্রমুখ।
মোহাম্মদপুর টাউনহলের সামনে মানববন্ধন: চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে মোহাম্মদপুর জোনের টাউন হল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর দক্ষিণ থানার আমীর মোঃ সাখাওয়াত হোসেন, সেক্রেটারী আবু নাঈম মোহাম্মদপুর মধ্য থানার আমীর মোঃ মশিউর রহমান প্রমুখ।
শেরেবাংলা নগরে মানববন্ধন: সরকারের পদত্যাগ, কারারুদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান সহ কেন্দ্রীয় এবং সারাদেশের অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ সকালে শের-এ-বাংলা নগর উত্তর থানা এক মানববন্ধনের আয়োজন করে। থানা আমীর আব্দুল আওয়াল আজমেত নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুল হক তরুন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিম এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
রূপনগরে মানববন্ধন অনুষ্ঠিত : ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপনগর থানার উদ্যোগে মিরপুর-১২ তে মানববন্ধন এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ হাফিজ, মোঃ মাহফুজ প্রমুখ।