সরকারি চাকরিতে কোটা বরাদ্দের দাবি
প্রথম নিউজ, ঢাকা : ‘যে প্রতিবন্ধী ব্যক্তিরা লিখতে-পড়তে জানে না তাদেরকে কীভাবে চাকরি দেবো।’ বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর এমন মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তার পদত্যাগের জানিয়েছেন তারা। পাশাপাশি সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বরাদ্দ ও মাসিক ভাতা ১০ হাজার টাকা প্রদানের দাবি জানান এই জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসূচিতে হামলা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান। এই মানববন্ধনের আয়োজন করে ‘প্রতিবন্ধী ব্যক্তি অধিকার পরিষদ’।
এ সময় তারা গত ৪ জুন শাহবাগে অনুষ্ঠিত বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিদের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানান।
বিশেষ চাহিদা-সম্পন্ন ব্যক্তিরা ভিক্ষা নয়, ভাতা চায় জানিয়ে প্রতিবাদকারীরা বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ভাতা দেওয়া হয়, তা ভিক্ষার সমতুল্য। মাত্র ৮৫০ টাকা মাসিক ভাতা দিয়ে একজন সাধারণ মানুষেরই জীবন-যাপন করা কষ্টকর। সেখানে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী কীভাবে তাদের জীবন নির্বাহ করবে? তাই আমরা প্রতিবন্ধীদের জন্য ১০ হাজার টাকা, মধ্যম প্রতিবন্ধীদের জন্য ৫ হাজার টাকা এবং লঘু প্রতিবন্ধীদের জন্য ৩ হাজার টাকা করে ভাতা প্রদানের দাবি জানাই। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মানুষরা যাতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেজন্য সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বরাদ্দের দাবি জানাই।
প্রতিবন্ধী ব্যক্তি অধিকার পরিষদের আহ্বায়ক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শোয়ের খান প্রমুখ।