সম্পর্কের বিষয়ে ঈদের পর জানাবেন রাফি-তমা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই সিনেমাপাড়ায় উড়ে বেড়াচ্ছে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কেউ কখনো মুখ খোলেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নানা খুনসুটি ও রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জার অভিনয়ের পর থেকেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তমা-রাফির কাছে জানতে চাওয়া হয়, বন্ধুত্ব-প্রেমে তো অনেকদিন আছেন। বিয়ে কবে করছেন? এর জবাবে রহস্যের হাসি দিয়ে রাফি বলেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাব! তো আমরাও ঈদের পর জানাব। এসময় তমাকে নিয়ে এই নির্মাতা জানান, ‘ওর রাগ বেশি। রাগলে অনেক চিৎকার করে। আর ইংরেজিতে কথা বলে অনেক।’
ঈদে মুক্তি পাচ্ছে রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে অভিনয় করেছেন তমা। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরইমধ্যে বেশ পোস্টার, আইটেম সং প্রকাশ করে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।