সেনবাগে ৯৪ বছর পর মসজিদের জমি উদ্ধার

শনিবার সকাল ১০টার দিকে মসজিদ কমিটির লোকজন ও এলাকার মুসুল্লিরা জমি উদ্ধার করে সীমানা পিলার ও সাইনবোর্ড লাগিয়ে দেন। 

সেনবাগে ৯৪ বছর পর মসজিদের জমি উদ্ধার
সেনবাগে ৯৪ বছর পর মসজিদের জমি উদ্ধার

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর বেচু পাটোয়ারী জামে মসজিদের নামে দান করা জমি দীর্ঘ ৯৪ বছর পর দখলে নিয়েছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।  শনিবার সকাল ১০টার দিকে মসজিদ কমিটির লোকজন ও এলাকার মুসুল্লিরা জমি উদ্ধার করে সীমানা পিলার ও সাইনবোর্ড লাগিয়ে দেন। 

বেচু পাটোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকের হোসেন জানান, নবীপুর গ্রামের ওসমান পাটোয়ারী ১৯২৯ সালের ২৮ জানুয়ারি মসজিদের নামে ৩২ শতাংশ জমিন দান করে দেন।  কিন্তু একই এলাকার আবদুল হাই ও আবদুল খালেক গংরা জরিপের সময় মিথ্যা তথ্য দিয়ে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেন। 

দীর্ঘদিন খোঁজাখুঁজি করে ওসমান পাটোয়ারীর দানকৃত দলিলটি পাওয়ার পর শনিবার জমিতে সীমানা পিলার স্থাপন ও সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সেক্রেটারি ও স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার আবদুর রহিম মোল্লা, মসজিদের খতিব মো. শাহ আলম, মসজিদ কমিটির সহসভাপতি সিরাজ উল্লাহ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি রফিক মিয়া, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: