সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার এইচটিএসকে বাদ দিল যুক্তরাষ্ট্র

প্রথম নিউজ, অনলাইন: সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এইচটিএসের নেতৃত্বেই গত ডিসেম্বরে ৫৪ বছর ধরে সিরিয়া শাসন করা আসাদ সরকারকে উৎখাত করা হয়। দলটির নেতা আহমেদ আল-শারা এখন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।
এইচটিএসের আরেক নাম আল-নুসরা ফ্রন্ট। ২০১৬ সালের আগ পর্যন্ত সিরিয়ায় আল-কায়েদার সহযোগী ছিল তারা।
তবে সব অতীত পেছনে ফেলে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করার জন্য ২৩ জুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
তখন হোয়াইট হাউস জানায়, ‘স্থিতিশীলতা ও শান্তির পথ’ সমর্থন করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এতে আরো বলা হয়, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের’ পাশাপাশি ‘বিদেশি সন্ত্রাসীদের মোকাবেলা’ এবং ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করা’সহ সিরিয়ার নতুন সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি আশা করছেন, এই পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধারের ‘বাধা দূর করবে’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার দ্বার খুলে দেবে।
সিরিয়া শুক্রবার বলেছে, ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তি পুনরায় চালুতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক।