সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে কন্যাশিশুকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ হলেন, ওই বাড়ির সাব্বির প্রধানিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫)।
সুমির দেবর মো. আদিল প্রধানিয়া জানান, আমার ভাই ঢাকাতে থাকেন ও একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ভাবির সঙ্গে ভাই সাব্বিরের মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাবি ঘরে থাকা ঘাস নিধনের ওষুধ (বিষ) পান করে ও কন্যাশিশু ফারিহার (২) মুখেও বিষ ঢেলে দেয়। এ সময় আমরা খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করি।
হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর শিশুকে আমাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।