সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮
সুদানে স্বর্ণের খনি বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম কোরদোফান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি
প্রথম নিউজ, ডেস্ক : সুদানে স্বর্ণের খনি বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম কোরদোফান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি। বুধবার সুদানিজ মিনারেল রিসোর্স কোম্পানির মুখপাত্র ইসমাইল টিসু জানান, এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারেও জানান তিনি। দুর্ঘটনার বিষয়টি নিয়ে মঙ্গলবার ফেসবুকে একটি বিবৃতি দেয় কোম্পানিটি। এতে জানানো হয়, রাজধানী খারতুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে দুজা নামক গ্রামে ওই খনিটি অবস্থিত। দারসায়া নামক ওই খনির কয়েকটি ধাপ পুরোপুরি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভেতরে এখনো কেউ বেঁচে আছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: