সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
ঘের ব্যবসায়ী সালাম সরদার (৬০) শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘের ব্যবসায়ী সালাম সরদার (৬০) শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।
নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে এক কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছে। একটি মুদি দোকান পরিচালনার পাশাপাশি ঘেরের ব্যবসা করতেন। বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সকালে খবর পাই শ্রীউলা গ্রামের একটি পুকুরের পাশে গাছের ডালে বড় ভাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পা মাটির সঙ্গে রয়েছে।
তিনি আরও বলেন, দড়ি দিয়ে আত্মহত্যা করলে পা মাটিতে থাকার কথা নয়। জিহ্বা মুখের ভেতর থাকবে কেন? ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছে ঝুঁলিয়ে দিয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews