সীতাকুণ্ডে ৩ পুলিশ নিহতের ঘটনায় গেটম্যানের বিরুদ্ধে মামলা
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশের টহল ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাতে রেলওয়ে থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মাহমুদ হাসান দীপুকে একমাত্র আসামি করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম।
তিনি বলেন, রোববার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান বাদী হয়ে এজাহার জমা দিলে মামলাটি রুজু হয়। এতে অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, গতকাল (রোববার) দুপুর ১২ টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে টহলে থাকা পুলিশবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। একই দুর্ঘটনায় আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর। তারা সবাই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গেটম্যান মাহমুদ হাসান দীপু ঘটনাস্থলে ছিলেন না। ফলে ওইসময় সিগন্যাল বারটি ফেলেননি কেউ। এ কারণে পুলিশের গাড়ি বিনা বাধায় রেললাইনে উঠে পড়ে। এরপর কোনো কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ততক্ষণে দ্রুতগতির ট্রেন গাড়িটির পেছনের অংশে ধাক্কা দেয়। এতে করে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে অভিযুক্ত গেটম্যান দীপুকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুর্ঘটনার কারণ জানতে আলাদা তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর এবং জেলা প্রশাসন।
রেলওয়ে সূত্র জানায়, শুধুমাত্র এবার যে গেটম্যানের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু নয়। এর আগে ২০২১ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের লেভেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় নগর ট্র্যাফিক পুলিশ উত্তর বিভাগের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) এবং সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০) ও সাতরাজ শাহীন (১৯) নামে তিনজন নিহত হন। ওইসময় ঘটনাস্থলে দায়িত্বরত গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া উপস্থিত ছিলেন না। পরে তাকেও দুর্ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এরপর গত বছরের ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় মোট ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন না করার অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তার করেছিল রেলওয়ে পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্ত সাদ্দামকে সাময়িক বহিষ্কারও করে রেলওয়ে।
বারবার গেটম্যানের অবহেলায় দুর্ঘটনার কারণ জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, সব জায়গায় গেটম্যানের অবহেলায় দুর্ঘটনা হচ্ছে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। রোববারের ঘটনায় গেটম্যানের দায়িত্বে অবহেলার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।