সিএনজি ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশের জের ভ‚ঞাপুর প্রেসক্লাবে হামলা, ২৪ ঘন্টার মধ্যে গুড়িয়ে দেয়ার হুমকি আওয়ামীলীগ নেতার

সিএনজি ভাড়া বৃদ্ধির সংবাদ প্রকাশের জের ভ‚ঞাপুর প্রেসক্লাবে হামলা, ২৪ ঘন্টার মধ্যে গুড়িয়ে দেয়ার হুমকি আওয়ামীলীগ নেতার

প্রথম নিউজ,টাঙ্গাইল : টাঙ্গাইলের ভ‚ঞাপুরে সরকারি ঘোষণা ছাড়া সিএনজি ভাড়া বৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশ করায় হামলার ঘটনা ঘটেছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ খন্দকারের নেতৃত্বে মিছিল সহকারে এ হামলা চালানো হয়। আজ বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদী হয়ে আজহারুল ইসলাম ও খন্দকার জাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০-১০০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১ মে মহান দিবসে হঠাৎ করেই ভ‚ঞাপুরের অভ্যন্তরীণ সড়কে সিএনজি-অটোরিকশার ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার। এ নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রতিবাদের ঝড় উঠে। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাড়া বৃদ্ধি নিয়ে বুধবার ও বৃহস্পতিবার সংবাদ প্রকাশ হয়। ক্ষুব্ধ হয় সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা।

বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ নেতা ও ভ‚ঞাপুর উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজহার এবং সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান শ্রমিকদের সমন্বয় করে সংবাদকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও বিক্ষোভ মিছিল করে। এ সময় আজহারুল ইসলাম সংবাদ কর্মীদের নিয়ে বাজে মন্তব্য করেন। ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব গুড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দেন। তিনি প্রেসক্লাব ভেঙে দেয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দেন। শ্রমিকরা লাঠিশোঠা নিয়ে প্রেসক্লাব ভেঙে দেয়ার জন্য প্রেসক্লাব প্রাঙ্গনে হাজির হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে প্রেসক্লাবে হামলা ও গুড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামণিকের সভাপতিত্বে জরুরি সভায় বসে সদস্যরা। সেখানে সকল সদস্যের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। পরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদী হয়ে আজহারুল ইসলাম ও খন্দকার জাহিদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০-১০০ জনের বিরুদ্ধে ভ‚ঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ঘটনার বিষয়ে ভ‚ঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক বলেন, এ ঘটনা ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সঠিক বিচারের জন্য আইনী পদক্ষেপ গ্রহণ করেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে ভ‚ঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রেসক্লাব কর্তৃক একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।