অশান্ত ভারতের মণিপুর, নিষিদ্ধ বড় জমায়েত, বন্ধ ইন্টারনেট সেবা

রাজ্য সরকার সকাল সন্ধ্যা কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।

অশান্ত ভারতের মণিপুর, নিষিদ্ধ বড় জমায়েত, বন্ধ ইন্টারনেট সেবা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের অঙ্গরাজ্য মনিপুর অশান্ত এবং অগ্নিগর্ভ। আদিবাসী  ও স্থানীয় মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুরে। রাজ্য সরকার সকাল সন্ধ্যা কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।  রাতের পর সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সরকার। পাঁচ হাজার সেনা রাতেই পথে নেমেছে পরিস্থিতি মোকাবিলায়।  মণিপুরে সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। বাস, ট্রেন ইত্যাদি গণপরিবহন আটকে পাথর ছুঁড়ে সেগুলির গতিরোধ করা হয়েছে।  সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে সড়ক অবরোধ, গণ পরিবহণে অগ্নি সংযোগের ঘটনায় বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু জায়গায় ইন্টারনেটের তার কেটে দেওয়া হয়েছে।  এই রাতেও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লুকোচুরি খেলা চলছে।