শেয়ারহোল্ডারদের হতাশ করল বিবিএস ও বে লিজিং
প্রথম নিউজ, ঢাকা : সদ্য সমাপ্ত বছরের জন্য কোনো লভ্যাংশ না দিয়ে শেয়ারহোল্ডারদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানি দুটির সর্বশেষ পর্ষদ সভায় জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ‘নো’ ডেভিডেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে বিবিএসের শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ দশমিক ০১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা। মুনাফা থেকে লোকসানে নিমজ্জিত হওয়ায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর আগের বছর ৩ দশমকি ৫০ শতাংশ অর্থাৎ ৩৫ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৭০ পয়সা। যা আগের বছর ১৫ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বে-লিজিংয়ের ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৯ পয়সা। লোকসান থেকে লোকসানে নিমজ্জিত হওয়ায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর ১৭ টাকা ৮২ পয়সা।