শেষ হলো ‘প্রহেলিকা’র শুটিং

শেষ হলো ‘প্রহেলিকা’র শুটিং
শেষ হলো ‘প্রহেলিকা’র শুটিং

প্রথম নিউজ, বিনোদন অনলাইন: শেষ হলো মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমার কাজ। ছবিটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। কক্সবাজারে সম্প্রতি এর শেষ দিনের শুটিং শেষ হয়। তবে তার আগে এ ছবির শুটিং করতে গিয়ে গত মঙ্গলবার ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাদের। মাহফুজ-বুবলীসহ শুটিং ইউনিটের বাকি সদস্যরা টানা পাঁচ ঘণ্টা আটকে ছিলেন গভীর সমুদ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন ছবিটির নির্মাতা চয়নিকা চৌধুরী। সেখানে আটকে থাকা অবস্থায় ঘটনাটি ফেসবুকে সবাইকে জানান চয়নিকা। তিনি লেখেন, মধ্যসাগরে আমরা আটকে আছি টানা পাঁচ ঘণ্টা। রাত ৯টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আমরা ‘প্রহেলিকা’ টিম কর্ণফুলী ক্রুজ লাইনের এমভি বে ওয়ানে আছি মাঝ সমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা।

কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়। কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব মিরাকল ছিল। কয়েকদিন ধরে সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে ‘প্রহেলিকা’ সিনেমার গানের দৃশ্য ধারণের কাজ চলছিল। শুটিং শেষে মঙ্গলবার একটি বিলাসবহুল জাহাজে করে মাহফুজ, বুবলী, চয়নিকাসহ পুরো শুটিং ইউনিট কক্সবাজার ফিরেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom