অভিনেত্রী শমিতা শেঠির ওপর চটেছেন সালমান
বিগ বস ১৫’-এর প্রতিযোগী শমিতা শেঠি। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক সালমান।
বিগ বস ১৫’-এর প্রতিযোগী শমিতা শেঠি। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক সালমান। প্রতি রোববার সপ্তাহের পুরো বিষয় নিয়ে প্রতিযোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই অভিনেতা। এবার তেমন একটি বক্তব্যে শমিতাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কথা বলেন ‘দাবাং’ অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আগামী পর্বের প্রোমো প্রকাশ করেছে কালার্স টিভি। এতে এমনটা দেখা যায়।
প্রোমোতে সালমান শমিতাকে বলেন, ‘নিজেকে কি রানি ভাবো?’ উত্তরে ‘মহব্বতে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘তো আমি কী করবো? আমি এভাবেই বড় হয়েছি। আপনাকে একটি বিষয় বলতে চাই, এই হাউজে সবচেয়ে বেশি কাজ আমি করি। সত্যি, এটি বিরক্তিকর।’
শমিতার উত্তরের ধরন সালমানের মোটেও পছন্দ হয়নি। রাগান্বিত ভঙ্গিতে তিনি বলেন, ‘আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। যদি পারতাম পুরো পর্বেই চুপ থাকতাম। সবচেয়ে ভালো হয় যদি না আসি।’
শমিতার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির বোন। কিছুদিন আগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সেই সময় থেকেই আলোচনায় শমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেকে বিদ্রূপও হয়। ‘বিগ বস ওটিটি’-তে অংশ নিয়েছিলেন তিনি। শিরোপা না জিতলেও শমিতাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: