রোষানলে কারিনা

রোষানলে কারিনা
রোষানলে কারিনা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ উঠল কারিনা কাপুরের বিজ্ঞাপনের বিরুদ্ধে। এক গয়না প্রস্তুতকারক সংস্থার জন্য ওই বিজ্ঞাপনটি করেন তিনি। অভিনেত্রীর কানে দুল ও গলায় হার থাকলেও কপালে টিপ ছিল না। এতেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। একের পর এক টুইট করা হয় ‘Boycott Malabar Gold’ হ্যাশট্যাগ দিয়ে। সারা বিশ্ব জানে টিপ পরা আমাদের ঐতিহ্যের অঙ্গ। কপালের ঠিক মাঝখানে পরা হয়, এটাই ভারতের রীতি ও সংস্কৃতি। এটা কি এঁরা জানে না? নেগেটিভ প্রচারও তো ভাল প্রচার।
এমন মন্তব্য করা হয়েছে কারিনার ছবি শেয়ার করে। একজন আবার লেখেন, সিঁদুরের টিপ শক্তির আরেক রূপ।

কপালে সিঁদুরের টিপ লাগানো হিন্দু ধর্মের সংস্কৃতি, শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এটি বিবাহিত স্ত্রীর পরিচয়ও বটে। উল্লেখ্য, বিজ্ঞাপন নিয়ে এই তরজা নতুন নয়। গত বছর হিন্দু সংস্কৃতির অপমানের অভিযোগে নেটদুনিয়ার একাংশের রোষানলে পোশাক প্রস্তুতকারক সংস্থা ফ্যাবইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তৈরি করা পোশাক বয়কটের ডাক দেওয়া হয়। এবার কটাক্ষের মুখে পড়ল কারিনা কাপুরের বিজ্ঞাপন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত গয়না প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom