প্রকাশ্যে চঞ্চলের ‘কারাগার ২’
প্রথম নিউজ, অনলাইন: চঞ্চল চৌধুরীর ‘কারাগার’ একটি ওয়েব সিরিজ দুই বাংলায় ছিল প্রশংসিত। এ অভিনেতার নির্বাক অভিনয় মুগ্ধ করেছিল সব বয়সের দর্শকদের। তাই প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিল তারা। ২২শে ডিসেম্বর শুরু হয়েছে দ্বিতীয় পর্বের স্টিমিং। ‘কারাগার’র প্রথম পর্বে চঞ্চল চৌধুরীকে সেন্ট্রাল জেলের এক রহস্য মানব হিসেবে দেখা গিয়েছিল। রহস্য এতটাই ছিল যে চঞ্চলের জন্ম, আগমন সবকিছু নিয়েই কৌতূহলী ছিলেন দর্শক। প্রথম পর্বের বেশকিছু প্রশ্ন ছিল যে, ১৪৫ নম্বর সেলের কয়েদি আসলে কে? সে কি কথা বলতে পারে? বন্ধ সেলে আগমন কীভাবে? তার বয়স কী আসলেই ২৫০ বছর? এসব নানা প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকের মনে। কিন্তু এই নতুন পর্বে সেই প্রশ্নের উত্তরগুলো মিলছে। পর্বটির নির্মাতা প্রতিষ্ঠান হইচই জানিয়েছে, সেই প্রশ্নগুলোর জবাব মেলার কথা কারাগারের দ্বিতীয় পর্বে। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী দ্বিতীয় পর্ব প্রসঙ্গে বলেন, কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে।
দ্বিতীয় পর্বও সকলের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য, প্রধান চরিত্র চঞ্চল ছাড়াও ‘কারাগার ২’-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, একে আজাদ সেতু প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews